সিনডেরেলা গল্পের সত্যিকারের বিয়ে
সুইডিশ যুবরাজ কার্ল ফিলিপ ও রাজকুমারী সোফিয়া হেলকুভিস্টের প্রেম করে বিয়ের ঘটনা যেন সত্যিকারের ‘সিনডেরেলার গল্প’। রাজ পরিবারবিষয়ক বিশেষজ্ঞ রজার লান্ডগ্রেন এই বিয়েকে এভাবেই বর্ণনা করেছেন।
স্টকহোমের রাজপ্রাসাদে শনিবার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় সাড়ে ৫০০ অতিথির অংশগ্রহণে এই রাজবিয়ে সম্পন্ন হয়। এই বিয়ের মধ্য দিয়ে সুইডেনের রাজপরিবারের বাইরের কোনো নারী প্রথম রাজকুমারী হলেন।
মডেল ও টেলিভিশনের রিয়েলিটি শো তারকা ৩০ বছরের সোফিয়া হেলকুভিস্ট যোগব্যায়ামের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি মানবসেবায় নিয়োজিত আছেন। অন্যদিকে, ৩৬ বছরের যুবরাজ ফিলিপ সুইডেনের সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী।
বিবিসি জানায়, ২০১০ সালে একটি রেস্তোরাঁয় এই জুটির প্রথম সাক্ষাৎ হয়।
রাজবিয়ে উপলক্ষে স্টকহোমের রাজপথে হাজারো মানুষ নেমে এসে নবদম্পতিকে শুভকামনা জানায়। এ সময় ফিলিপ ও সোফিয়া পরস্পরকে চুম্বন করে উল্লসিত ভক্তদের শুভেচ্ছার ধন্যবাদ জানান।
নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে
নিউজবাংলাদেশ.কম