News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৪, ১৪ জুন ২০১৫
আপডেট: ০৪:০৯, ১৮ জানুয়ারি ২০২০

‘সার্টিফিকেট জালিয়াত’ মন্ত্রীর বিদ্যা

‘সব রসায়ন আসলে একই রসায়ন’

‘সব রসায়ন আসলে একই রসায়ন’

তিনি দাবি করেছিলেন উত্তর প্রদেশের ফৈজাবাদ কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। পুলিশ আগেই সন্দেহ করেছিল আইন পাশের জাল সার্টিফিকেটের মতো তার এই উচ্চমাধ্যমিক পর্যায়ে সাইন্স পড়ার বিষয়টিও ভুয়া।

তাই তার বিজ্ঞান বিষয়ক বিদ্যার জোর পরীক্ষার জন্য তাকে কেমিস্ট্রির (রসায়ন) কিছু মৌলিক প্রশ্ন করা হয়। দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির সাবেক এই আইনমন্ত্রী ও বিধায়ককে পুলিশ ও শিক্ষকদের একটি টিম প্রশ্ন করে- পানি ও লবণের রাসায়নিক নাম।

কিন্তু দেখা যায় তিনি জানেনই না যে পানির সংকেত হাইড্রোঅক্সাইড (H2o) আর লবণের সোডিয়াম ক্লোরাইড (NaCl)। প্রশ্নের মুখে তার অবস্থা হয় যেন ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’। নকলবাজ সাবেক মন্ত্রী রীতিমতো বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়েন। সহজ সহজ প্রশ্নগুলোর ভুল উত্তর দিতে থাকেন তিনি। সার্টিফিকেট জালিয়াতির কারণে গ্রেফতার হওয়া দিল্লির সাবেক এই আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরের একের পর এক মিথ্যাচার এভাবেই সামনে চলে আসছে।

রোববার নবভারত টাইমস জানায়, রাসায়নিক সংকেত পর্বের পরে তাকে জিজ্ঞেস করা হয়, ফৈজাবাদ কলেজে কোন কোন ধরনের কেমিস্ট্রি পাড়ানো হয়? তিনি এই প্রশ্নের উত্তরে আরও মজাদার তথ্য জানান। সিংহ সাহেব এবার নয়া বিদ্যা জাহির করে বলেন, “সব ধরনের রসায়ন আসলে একই রসায়ন!”

এভাবে মিথ্যার পর মিথ্যা বলে ঝামেলার জালে আরও জটিলভাবে ফেঁসে যাচ্ছেন তোমর সিংহ বাবু। গত শনিবার পুলিশ তাকে আদালতে উপস্থাপন করে জানায় যে তিনি ডিগ্রি জালিয়াতির অভিযোগ স্বীকার করেছেন। ১১ দিনের জন্য তাকে কাস্টডিতে (হেফাজত) নেওয়ার আবেদন করা হয়। তবে বিচারক মাত্র দুই দিনের হেফাজত মঞ্জুর করেন।

নিউজবাংলাদেশ.কম/একে/এফই

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়