রাজধানীতে ৪০ লাখ জাল টাকাসহ আটক ৬
ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে ৪০ লাখ জাল টাকাসহ জাল টাকা তৈরির সরঞ্জামসহ ছয় জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকার পশ্চিম কাফরুল তালতলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন; হাওলাদার সোহেল, মাজহারুল ইসলাম, আলামিন, আরিফ আরমান ওরফে নিপু, শফিকুল ইসলাম ও সোহেল মিয়া।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতেখায়েরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। এসময় তাদের কাছ থেকে ছাপা-অর্ধছাপা বাংলাদেশীয় ৪০ লাখ টাকা মূল্যমানের এক হাজার টাকা নোটের জালনোটসহ বিপুল পরিমাণ টাকা তৈরির কাগজ, আটটি জালটাকা তৈরির ফ্রেম, রং, নিরাপত্তা সুতা, দুইটি ল্যাপটপ, দুইটি প্রিন্টার, আট ব্যান্ডেল জলছাপ দেয়া এক হাজার টাকা লেখা কাগজ, দুইটি কার্টার ও টাকা তৈরির অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালটাকা ও টাকা তৈরির সরঞ্জামাদির আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা জালটাকা তৈরির মূলহোতা হাওলাদার সোহেল ও তার সহযোগী মাজহারুল ইসলাম ২৪৩ বেগম রোকেয়া সরণী, পশ্চিম কাফরুল তালতলাস্থ মিয়াধর সড়ক, কবরস্থান গলির ফিরোজ সাহেবের বাড়ির ৫ম তলায় টিনসেড ভাড়া নিয়ে জালনোট তৈরির কারখানা স্থাপন করে। এরপর বাংলাদেশীসহ বিশ্বের বিভিন্ন দেশের জাল নোট প্রস্তুত করে।
তারা আরও জানায়, আটক হওয়া হাওলাদার সোহেল দীর্ঘ প্রায় ৬-৭ বছর যাবৎ জাল টাকার ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন সময় সে ঢাকা শহরের নানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে জাল টাকা তৈরির কারখানা স্থাপন করে বিপুল পরিমাণ জাল টাকা, ভারতীয় রুপি, ডলার, ইউরোসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা তৈরি করে দেশব্যাপী বিস্তৃত সিন্ডিকেটের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে বাজারজাত করে থাকে। ঈদ ও পূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে সামনে রেখে বাজারে যখন টাকার চাহিদা বাড়ে তখন তারাও তৎপর হয়ে ওঠে।
আসন্ন রোজা ও ঈদকে সামনে রেখে সোহেল প্রায় এক কোটি মূল্যমানের জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়ে অপর সহযোগী মাজহারুল ইসলামের বাসায় জাল টাকা তৈরির কারখানা স্থাপন করেছিল। ইতোপূর্বেও সে ও তার সহযোগীরা একাধিক বার পুলিশের হাতে জাল টাকা প্রস্তুত ও কেনা-বেচা করতে গিয়ে আটক হয়েছে। এই চক্রের সবার নামেই রাজধানীর বিভিন্ন থানায় একাধিক জাল টাকার তৈরীর মামলা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








