ওয়ানডে দলে মুস্তাফিজুর
ঢাকা: প্রথবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেলেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।
শনিবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে ডাক পেয়েছেন গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত হওয়া ১৯ বছর বয়সী সাতক্ষীরার এ পেসার।
অধিনায়ক হিসেবে যথারীতি দায়িত্ব পালন করবেন মাশরাফি বিন মুর্তজা। আর তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। ফিরেছেন নাসির হোসেনও।
আগামী ১৮, ২১ ও ২৪ জুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বধীন ভারতীয় দলের মুখোমুখি হবে টাইগাররা। তিনটি ম্যাচই দিবারাত্রির।
বাংলাদেশের ১৪ জনের স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও লিটন কুমার দাস।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম