News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৯, ১৩ জুন ২০১৫
আপডেট: ১৫:৪৭, ১৯ জানুয়ারি ২০২০

স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে জেবি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ফারহানা সাকিবকে নির্মমভাবে জবাই করে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছেন সাধারণ শিক্ষার্থীরা। খুনিদের ফাঁসির দাবিতে কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন সড়ক জোরারগঞ্জ বাজার এলাকায় স্কুল প্রাঙ্গণে শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচিতে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সাধারণ জনতা, শিক্ষক ও অভিভাবকরা। কর্মসূচি থেকে অবিলম্বে সাকিব হত্যার সাথে জড়িত প্রধান আসামি সরওয়ারকে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে শিক্ষার্থীরা।

নৃশংসভাবে খুনের শিকার স্কুল ছাত্র সাকিবের সহপাঠী নুসরাত জাহান, সানজিদা তাবাচ্চুম, সীমা চক্রবর্তী, তুহিন, তারেক, হৃদয়, ইমন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ক্যাম্পাসের হাস্যোজ্জ্বল বন্ধুটি আমাদের পাশে নেই, এটা কোনোভাবেই মানতে পারছি না। সাকিবকে খুব মিস করছি। সাকিবের খুনিদের ফাঁসি চাই।’

হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের সভাপতি চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া, বাজার কমিটির সভাপতি প্রসার কান্তি বড়ুয়া, নিহত স্কুল ছাত্র সাকিবের বড় ভাই শহীদুল ইসলাম রুবেল, প্রাক্তণ ছাত্র পরিষদের উপদেষ্টা টুইংকেল বড়ুয়া, মো. জাবেদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক মানারাত আহম্মদ চৌধুরী বাবু প্রমুখ।

প্রসঙ্গত, জেবি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ফারহান সাকিবকে মুঠোফোনে ডেকে অপহরণের করে জবাই করে হত্যার পর পাহাড়ের নিচে নিক্ষেপ করে। অপহরণের ছয়দিন পর শুক্রবার সাকিবের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়