রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন নিহত
ঢাকা: রাজধানীর ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
রেলওয়ে থানার এসআই আলী আকবর জানান, ভোরে বিমানবন্দর রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি(৬৫) আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে ফেলে রেখে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরনে চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল।
অপরদিকে একই থানার এসআই সিরাজুল ইসলাম সকাল সাড়ে ১০টার দিকে নাখালপাড়া এলাকার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪০) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেন। তার পরনে প্রিন্টের শাড়ি ছিল।
পুলিশের ধারণা, সকালে যে কোনও সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম