মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট: সাংবাদিককে পুড়িয়ে হত্যা
উত্তর প্রদেশের পিছিয়ে পড়া জাতি-গোত্র উন্নয়ন মন্ত্রী রামমূর্তি বর্মার বিরুদ্ধে লিখেছিলেন জগেন্দ্র সিংহ। শাহজাহানপুরের ওই সাংবাদিক এখন মৃত। তাকে যে সে ভাবে হত্যা করা হয়নি- একেবারে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। জগেন্দ্র ওই মন্ত্রী ও তার সাঙ্গপাঙ্গদের অপকীর্তির তথ্য তুলে ধরেছিলেন তার প্রতিবেদনে।
প্রতিবেদনে তিনি লিখেছিলেন- সমাজবাদী পার্টির এমএলএ এবং অগ্রসর জাতি-গোত্র উন্নয়নমন্ত্রী বর্মা তার লোকজনের সহায়তায় অবৈধভাবে ভূমি দখল ও খননে জড়িত আছেন। জগেন্দ্র ফেসবুকেও মন্ত্রীর অপকর্মের বিরুদ্ধে একটি পোস্ট দেন।
অভিযোগে জানা গেছে, এ ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী সাংবাদিক জগেন্দ্রকে মিথ্যা মামলায় ফাঁসাতে চেষ্টা করেন। এ সূত্রে তার বিরুদ্ধে লুণ্ঠন, অপহরণ ও হত্যাচেষ্টার মামলা করা হয়।
এরপর পরিকল্পনা মতো তাকে হত্যার ছক কাটা হয়। তবে এই পৈশাচিক কাজে ভাড়াটে খুনি হিসেবে ব্যবাহার করা হয় পুলিশকে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, পুলিশ গত ১ জুন জগেন্দ্রর ঘরে হানা দেয়। এসময় মারপিট করে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, একটি মামলার তদন্ত সূত্রে তারা জগেন্দ্রর ওখানে গিয়েছিল। এসময় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। শাহজাহানপুরের এসপি বলেন, একটি মামলায় তাকে গ্রেফতারের কথা ছিল। আমরা তাকে গ্রেফতার করতে যাই। কিন্তু তার আগেই তিনি নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।
অপরদিকে, মারাত্মকভাবে জ্বলে যাওয়া জগেন্দ্রকে শাহজাহানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে লখনৌ হাসপাতালে পাঠানো হয় তাকে। কিন্তু সেখানেও পরিস্থিতি খারাপ হতে থাকে। গত সোমবার জগেন্দ্র মারা যান।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম