News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৬, ১২ জুন ২০১৫
আপডেট: ২২:৪০, ১৮ জানুয়ারি ২০২০

‘সংবিধানের ইতিহাস শাসকশ্রেণির আকাঙ্ক্ষার বিবর্তনের ইতিহাস’

‘সংবিধানের ইতিহাস শাসকশ্রেণির আকাঙ্ক্ষার বিবর্তনের ইতিহাস’

ঢাকা: সংবিধানের ইতিহাস শাসকশ্রেণির ক্ষমতায় টিকে থেকে তাদের কর্তৃত্ব ও আকাঙ্ক্ষার বিবর্তনের ইতিহাস বলে মন্তব্য করেছেন জাতীয় তেল-গ্যাস-বিদ্যুৎ-খনিজ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণতান্ত্রিক সংবিধান সংগ্রাম কমিটি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় আলোচনার বিষয় ছিল, জনগণের ভোটাধিকার, নির্বাচন কমিশন ও গণতান্ত্রিক সংবিধান।

আনু মোহাম্মদ বলেন, “সংবিধানের ইতিহাস শাসকশ্রেণির ক্ষমতায় টিকে থেকে তাদের কর্তৃত্ব ও আকাঙ্ক্ষার বিবর্তনের ইতিহাস। দুটি গোষ্টি এবং দুটি ব্যক্তির মধ্যে সমন্ত চিন্তা কেন্দ্রিভূত হয়ে গেছে। খালেদা-হাসিনার বাইরে চিন্তা করার জন্য যারা জনগণকে সচেতন করবে তারা অধিকাংশই আজকে এ দুটি দলের সাথে যুক্ত হয়ে পড়ছে।”

তিনি আরো বলেন, “সংবিধান কীভাবে আমাদের জীবনকে হরণ করেছে, ধ্বংস করছে তা সুনির্দিষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। তাহলেই সংবিধান পরিবর্তনে চাহিদার জনগণের মাঝে তৈরি হবে।”

বাংলাদেশ সার্বভোমত্ব হারিয়ে একটি রাজ্যে পরিণত হবে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আলোচনা সভায় বলেন, “অনির্বাচিত কেউ ক্ষমতায় থেকে যদি গুম-খুন করতে থাকে আর বলতে থাকে, আইনের শাসন চলছে, তবে বুঝতে হবে সরকার বৃহৎ পরাশক্তির ওপর নির্ভর করে দেশ পরিচালনা করছে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, অ্যাড. হাসনাত কাইয়ুম, গণতান্ত্রিক সংবিধান সংগ্রাম কমিটির সমন্বয়ক নঈম জাহাঙ্গির, অ্যাড. আব্দুস সালাম, সাইফুল হক, ব্যারিস্টার জ্যোর্তিন্ময় বড়ুয়া, অ্যাড. হাসনাত কাইয়ুম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়