নওগাঁয় ৪টি বিদেশী পিস্তল উদ্ধার
নওগাঁ: জেলার সাপাহার উপজেলার বলদাঘাট ব্রীজ এলাকা থেকে চারটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র্যাব-৫। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ইনচার্জ আব্দুর রহিম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলদাঘাট ব্রীজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অস্ত্রগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে একটি ব্যাগে রাখা ওয়ান স্যুটার চারটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে পাশের ভারত থেকে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধ পথে অস্ত্রগুলো দেশে আনছিল চোরাকারবারীরা।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান চৌধুরী জানান, এ ঘটনায় সাপাহার থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
নিউজবাংলাদেশ.কম/বিএ/এফই
নিউজবাংলাদেশ.কম