News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৯, ১২ জুন ২০১৫
আপডেট: ২২:৪১, ১৮ জানুয়ারি ২০২০

ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরল ১৮ বাংলাদেশি

ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরল ১৮ বাংলাদেশি

ঢাকা: ইন্দোনেশিয়ায় পাচার হওয়া বাংলাদেশের ১৮ নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাতে ১২টা ১০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের মুখপাত্র অনিন্দ্য দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। আইওএম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার উত্তর আচেহ প্রদেশে উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে ১৮ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে ইন্দোনেশিয়ার বাংলাদেশ দূতাবাস।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়