ছিনতাইকারীদের খপ্পরে সেনা সদস্য
ঢাকা: রাজধানীর সায়েদাবাদ এলাকায় কামরুল হাছান (২৬) নামের এক সেনা সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা, মোবাইল সেট এবং সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার গুরুতর আহত অবস্থায় ওই সেনা সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান ভ্যানচালক নাজিম।
কামরুল হাছান জানান, তিনি বর্তমানে কুমিল্লা ক্যান্টনমেন্টে দায়িত্বরত আছেন। ভোর রাত ৪টার দিকে তিনি কুমিল্লা থেকে সায়েদাবাদ এসে পৌঁছান। সেখান থেকে রিক্সা নিয়ে কমলাপুর যাওয়ার পথে সায়েদাবাদ ফুটওভার ব্রিজের নিচে ৩-৪ যুবক রিকশার গতিরোধ করে তার কাছে যা আছে দিয়ে দিতে বলে। এসময় চিৎকার করলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে সব কিছু নিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এমএম/এজে
নিউজবাংলাদেশ.কম