News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫২, ১১ জুন ২০১৫
আপডেট: ২২:৪২, ১৮ জানুয়ারি ২০২০

তাঁতীবাজারে স্বর্ণের দোকানে ডাকাতি

তাঁতীবাজারে স্বর্ণের দোকানে ডাকাতি

ঢাকা: তাঁতীবাজারে স্বর্ণের দোকানে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী থানার ৫নং তাঁতীবাজারে ডাকাতির এ ঘটনা ঘটে। তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনন্দ কুমার রায় নিউজবাংলাদেশকে তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘শ্রীকৃষ্ণ বলিয়ান স্টোর’ নামের জুয়েলার্স দোকানটির ম্যানেজার গৌরাঙ্গকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে কয়েক লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। তবে তার নাম বা পরিচয় তিনি কিছুই জানাতে পারেননি।

গুরুতর আহত অবস্থায় প্রথমে গৌরাঙ্গকে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়।

গৌরাঙ্গের মেয়ের জামাই নির্মল নিউজবাংলাদেশকে জানান, পরিবার নিয়ে গৌরাঙ্গ ৫২ নম্বর শাখারীবাজারের থাকতেন। দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে দোকানে যান তিনি। সন্ধ্যায় অজ্ঞাত ২-৩ জন দোকানে এসে গৌরাঙ্গকে এলোপাতাড়ি কোপায়।

নিউজবাংলাদেশে.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়