artk
সোমবার, অক্টোবার ২১, ২০১৯ ৪:৪৪   |  ৫,কার্তিক ১৪২৬
শনিবার, মে ২৩, ২০১৫ ৬:০২

গাইবান্ধায় আট শতাধিক ভূমিহীন আশ্রয় পাচ্ছে

media

 গাইবান্ধা: সাঘাটা উপজেলার নদীভাঙন ও ভূমিহীন আট শতাধিক পরিবারের স্থায়ী আশ্রয় কেন্দ্র নিশ্চিত হতে যাচ্ছে। এ উদ্দেশ্যে উত্তর-দক্ষিণ দিঘলকান্দিতে ছয় একর জমির ওপর দুটি বন্যা আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।

প্রধান অতিথি হিসেবে শনিবার দুপুরে তিনি মাটি কেটে উত্তর-দক্ষিণ দিঘলকান্দিতে ছয় একর জমির ওপর দুটি বন্যা আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ আশ্রয়ন প্রকল্প দুটি নির্মিত হলে হলদিয়া ইউনিয়নের নদীভাঙন ও ভূমিহীন আট শতাধিক পরিবারের স্থায়ী বসতভিটা নিশ্চিত হবে।

এসময় তিনি বলেন, “বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় আসলে সর্বস্তরের মানুষ সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে।”

তিনি আরো বলেন, “দেশের উন্নয়নে সংবাদকর্মীদের অবদান সব সময়ের জন্যই ছিল এবং থাকবে। তবে সংবাদকর্মীদের সমস্যা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার চিত্রও তুলে ধরতে হবে।”

মণ্ডলপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল, সাঘাটা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ/এটিএস

মেনন প্রমাণ করেছেন বর্তমান সরকার ‘অবৈধ’: রিজভী ভোলায় ফেসবুক আইডি হ্যাক করে গুজব ছড়ানো হয়েছে: শেখ হাসিনা যুবলীগের নেতৃত্বে ৫৫ বছরের বেশি নয় ভোলায় সহিংসতার জের: চট্টগ্রাম হাটহাজারী থানায় মাদরাসাছাত্রদের হামলা যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বহিষ্কার চেয়ারম্যান ফারুকসহ শীর্ষ পাঁচ নেতা ছাড়াই বৈঠকে যুবলীগ কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি: নিহত ৯ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে হাই কোর্টে তলব ২৩৮ কোটি টাকা সংগ্রহে ওমেরা পেট্রোলিয়ামের রোড শো প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে গাল্লিবয় রানা-তবীব পরীক্ষায় জালিয়াতি: সাংসদ বুবলির রেজিস্ট্রেশন বাতিল ভোলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ব্যাচেলরদের জন্য ‘সুপার হোস্টেল বিডি’ ‘ভোলার ঘটনায় ফেসবুক আইডি হ্যাকের সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে’ দুদকে সাজার হার ৭০ শতাংশে উন্নীত বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য বাড়াতে চান প্রধানমন্ত্রী এনটিভির নিবন্ধন বাতিলের দাবি ওলামালীগের মসজিদুল আকসায় আবারও ইহুদিদের হামলা মুশফিকের চ্যাম্পিয়ন রাজশাহীকে উড়িয়ে দিল খুলনা আমার বক্তব্য আংশিক উপস্থাপন করায় বিভ্রান্তি: মেনন খালেদা জিয়াকে দেখতে যাবেন ঐক্যফ্রন্ট নেতারা ডিআইজি বজলুর রশীদ গ্রেপ্তার রোহিতের ডাবল সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড় শ্রমিক হিসেবে স্বীকৃতি চান হোমবেইজড ওয়ার্কাররা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে কঠোর কর্মসূচি দেবেন শিক্ষকরা সপ্তাহের প্রথমদিনে সূচক উত্থানে পুঁজিবাজার মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫ বাংলাদেশের নির্মিত ফোন সারা বিশ্বে ব্যবহার হবে: জয় ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ গণতন্ত্রবিহীন জাতি আত্মমর্যাদাহীন: মাহবুব তালুকদার