সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
শনিবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে মহিলাসহ ৪৪ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মফিজ শেখের ছেলে আসাদুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় পৌঁছলে সামনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অন্তর পরিবহন নামে আরও একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নাবিল এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস পেছন দিক থেকে অন্তর পরিবহনকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে ছয়জন ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর আরও ৪ জনের মৃত্যু হয়। এ দূর্ঘটনায় উভয় যানবাহনের অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার পর থেকে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক দিয়ে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না দূর্ঘটনায় আহতদের দেখতে সিরাজগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন খান চৌধুরী, সিভিল সার্জন ডাঃ শামসুদ্দীন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিউজবাংলাদেশ.কম/এজে/এএইচকে