ঢাকা: এফবিসিসিআই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে আশা দেশের চেম্বার ও অ্যাসোসিয়েশনের ভোটাররা গরমে অতিষ্ঠ হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ফেডারেশন ভবনে লিফট ও সিঁড়ির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আটতলায় উঠতে গরমে অতিষ্ঠ তাদের এই ক্ষোভ।
বেলা সোয়া দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বনির্ধারিত ২৩ মে ৩২ জন পরিচালক পদের ভোটগ্রহণ শুরু হয় সকাল নয়টায়। নির্ধারিত সময় থেকে ভোটাররা মতিঝিল ফেডারেশন ভবনে আসতে শুরু করেন। ভবনে দুটি লিফট থাকলেও বৈদ্যুতিক গোলযোগের কারণে তা অচল হয়ে পড়ে। জেনারেটরের মাধ্যমে চালু হলেও চাহিদার তুলনায় ধারণ ক্ষমতা কম থাকায় অনেক ভোটারকে পায়ে হেঁটে ভবনের আট তলায় উঠতে দেখা গেছে। এ সময় অনেকে অসুস্থ হয়ে মতিঝিল ত্যাগ করেছেন।
এ নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও বিজিএমইএ সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
এফবিসিসিআই সাবেক সভাপতি ও ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, “ফেডারেশনের স্থান সংকুলান না হওয়ার কারণে ভোটাদের কিছু সমস্যা হচ্ছে। তবে আগামীতে নতুন ভবন উদ্বোধন করা হলে এ সমস্যা থাকবে না। আশা করছি সেখানে ভোটারগণ ভালোভাবে ভোট দিতে পারবেন।”
বিজিএমইএ সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন নিউজবাংলাদেশকে বলেন, “এটা কোনো ব্যবস্থা হলো, এ অবস্থায় ভোট দেওয়া সম্ভব! ৩৭ ডিগ্রির ওপরে তাপমাত্রা। ভোটারদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এতে এফবিসিসিআইয়ের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে। এ ধরনের পরিস্থিতি বিবেচনায় রেখে অন্যত্র ভোট কেন্দ্র করার দরকার ছিল।”
নিউজবাংলাদেশ.কম/জেএস/এজে