News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৯, ২৩ মে ২০১৫
আপডেট: ০২:২১, ১১ ফেব্রুয়ারি ২০২০

নাটোরে টোল আদায়ের প্রতিবাদে ধর্মঘট

নাটোরে টোল আদায়ের প্রতিবাদে ধর্মঘট

নাটোর: সিএনজি চালককে মারপিট এবং পৌরসভার নামে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে নাটোরে অনির্দ্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে সিএনজি ও থ্রি হুইলার চালিত মালিক সমিতি। শনিবার সকাল থেকে জেলার সকল আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে সিএনজি এবং থ্রি হুইলার চলাচল বন্ধ করে দেয় চালকরা।

এদিকে হঠাৎ করে ধর্মঘট ডাকায় বিপাকে পড়েছে যাত্রীরা। বিশেষ করে সিএনজি নির্ভর নলডাঙ্গা, নাজিরপুর, সিংড়া ও বনপাড়াসহ বেশ কয়েটি রুটের যাত্রীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে।

জেলা সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি হোসেন সরদার নিউজবাংলাদেশকে বলেন, “সিএনজি ও থ্রি হুইলার চালকদের কাছ থেকে পৌরসভার নামে টোল আদায় করা হয়। ২১ মে নাটোরের একটি আদালত টোল আদায়কে অবৈধ ঘোষণা করেন। পাশাপাশি এ টোল আদায় বন্ধের জন্য সংশ্লিষ্ট মেয়রকে নির্দেশও দেন।”

হোসেন সরদার আরো বলেন, “কিন্তু ২২ মে নলডাঙ্গা সিএনজি স্ট্যান্ডে পৌরকর্তৃপক্ষ জোর করে টোল আদায় করে। এসময় সাইদুর রহমান নামের এক সিএনজি চালককে মারপিটও তারা করে।”

তিনি বলেন, “এ ঘটনার প্রতিবাদে আজ থেকে জেলাব্যাপী অনির্দ্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়ছে। টোল আদায় বন্ধ এবং চালককে মারপিটকারীদের বিচার না হলে এ ধর্মঘট অব্যাহত থাকবে।”

নিউজবাংলাদেশ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়