সেনবাগে আগুনে পুড়ে ছয় দোকান ছাই
নোয়াখালী: সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ছয়টি দোকান পুড়ে অন্তত দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। শনিবার ভোরে সেবাখোলা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শ্যামেরগাঁও গ্রামের সেবাখোলা বাজারের পাশ্ববর্তী জাফর মাস্টারের বাড়ির লোকজন সেবাখোলা বাজারের কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে আগুনে বাজারের সুফিয়ান স্টোর, অলক ফার্মেসী, রহিম স্টোর, হারাধন ফার্মেসী, রিয়াদ ফার্নিচার ও তাহের হার্ডওয়ারের মালামাল পুড়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) চান্দু মিয়া সরকার নিউজবাংলাদেশকে বলেন, “খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি দোকানের মশার জ্বলন্ত কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লাখের মতো হবে।”
নিউজবাংলাদেশ/এটিএস
নিউজবাংলাদেশ.কম