News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৪, ২৩ মে ২০১৫
আপডেট: ০৪:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

জাবিতে ভবন বরাদ্দের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

জাবিতে ভবন বরাদ্দের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শ্রেণিকক্ষ সঙ্কট নিরসনের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার আটটার দিকে ‘ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ‘ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় দুই বিভাগের প্রায় তিনশ শিক্ষার্থী মশাল হাতে মিছিলে অংশ নেয়।

উল্লেখ্য, এর আগে ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পরিবেশ বিজ্ঞান বিভাগকে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবনের তৃতীয় তলা বরাদ্দ দেয়। সিন্ডিকেট কর্তৃক ৩য় তলায় পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নবনির্মিত ভবনের প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত হস্তান্তরের দাবিতে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়