News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৫, ২২ মে ২০১৫
আপডেট: ০০:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

অশ্লীলতার দায়ে ‘বাতিল’ পরীমণি

অশ্লীলতার দায়ে ‘বাতিল’ পরীমণি

ঢাকা: বৃহস্পতি তুঙ্গে থাকলেও সবসময় শনির কোপ যে এড়ানো যায় তা এবার হাড়ে হাড়ে টের পেলেন পরীমনি! একে তো সময়টা খুব ভালো যাচ্ছে না আর তার ওপর সম্প্রতি এই চিত্রনায়িকার একটি ছবি অশ্লীলতার দায়ে বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

‘নগর মাস্তান’ নামের ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব। গত ৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে এটি জমা পড়ে। কিন্তু বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর প্রদর্শন অযোগ্য ঘোষণা করেন। ছবিতে আরো অভিনয় করেছিলেন- জায়েদ খান, শাহরিয়াজ, তিতান, সাজিয়া ইসলাম প্রমুখ।

পরিচালক রকিবুল আলম জানান, সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি বাতিল ঘোষণা করলেও ছবির প্রযোজক আপিল করছেন। পরে দৃশ্য কর্তন ও পুনরায় দৃশ্যধারণ করার শর্তে তা মঞ্জুর করা হয়ছে। আশা করছি সংশোধন করে জমা দিলে ছবিটির মুক্তি মিলবে।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়