পর্যটন মেলায় ভিড়, বাংলাদেশ বিমানে বিশেষ ছাড়
ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ২০১৫। তিন দিনের মেলার দ্বিতীয় দিন আজ। মেলা উপলক্ষে বাংলাদেশ বিমানের টিকিটে দেয়া হচ্ছে বিশেষ ছাড়।
এ মেলায় পর্যটন বিষয়ক তথ্য প্রদান ছাড়াও প্রতিদিন থাকছে র্যাফেল ড্র। পর্যটনের জন্য দেশে-বিদেশের প্যাকেজে রয়েছে বিশেষ ছাড়।
মেলা উপলক্ষে বাংলাদেশ বিমানের টিকিটে থাকছে ২০ শতাংশ ছাড়। এ স্টলটির সামনে বেশ ভিড় দেখা গেছে। মেলার দ্বিতীয় দিনে লোক সমাগম বাড়ছে। বিভিন্ন স্টলগুলোর সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিমানের ট্যুর ডেভেলপমেন্ট মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিলীপ কুমার ভট্টাচার্য মেলার সার্বিক দিক তদারকি করছেন।
এ মেলা চলাকালে ঢাকা থেকে লন্ডন, সিঙ্গাপুর, দুবাই, আবুধাবী, দাম্মাম, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা, ইয়াঙ্গুন ও চট্টগ্রাম থেকে কলকাতাগামী বিমানের টিকিটে ২০ শতাংশ ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ বিমান। ক্রেতাদের কাছ থেকে বেশ সাড়াও পাওয়া যাচ্ছে।
মেলায় এশিয়ান হলিডেজ স্টলে ক্রেতাদের বসার জন্য চমৎকার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ক্রেতাদের ভ্রমণ সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। এ ট্রাভেলের ব্যবস্থাপক দিলীপ কুমার দাস।
গণমাধ্যমকে তিনি বলেন, “মেলা উপলক্ষে আমাদের রয়েছে বিশেষ ছাড়। দেশের ও দেশের বাইরে প্রতিটি প্যাকেজে তিন হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে।”
নিউজবাংলাদেশ/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম