মেহেরপুরে জমি-বিরোধের জেরে সংঘর্ষে আহত ২০
মেহেরপুর: জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে আব্দুর রাজ্জাক ও সিরাজুল ইসলাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, মৃত রহমতুল্লার ছেলে সিরাজুল ইসলাম (৬০), বিল্লাল হোসেনের ছেলে স্বপন (৩০), মৃত রহমতুল্লার ছেলে রমজান আলী (৬০), রমজান আলীর ছেলে ভূটান (৩০), শিরাজ উদ্দীনের ছেলে রিপন (২০), বিল্লাল হোসেনের স্ত্রী আশুরা খাতুন (৪৫), আতিয়ার রহমানের মেয়ে কলেজ ছাত্রী আইরিন (১৭), রহমতুল্লার ছেলে আতিয়ার রহমান (৫৬) প্রমুখ। প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গ্রুপের আহতরা হলেন, রাহাতুল্লার ছেলে আব্দুল বাকী (৩০), আত্তাব আলী (৩৫), আব্দুর রাজ্জাক (৪৫), আব্দুর রাজ্জাকের স্ত্রী আফরোজা খাতুন (২৮), আত্তাবুল হকের স্ত্রী রেবেকা খাতুন (২৫), আব্দুর বাকীর মেয়ে স্কুল ছাত্রী সেতু (১৪), বাকী বিল্লার স্ত্রী ফতেজান খাতুন (৪৫)। আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেরপুর জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
১১ কাঠা জমির শরীকানা দাবি করে সাহারবাটি গ্রামের আব্দুর রাজ্জাকের সাথে সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছিল। এ জমির মাপকে কেন্দ্র করে শুক্রবার সকালে আব্দুর রাজ্জাক ও সিরাজুল ইসলামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
আব্দুর রাজ্জাক জানান, আমার নামে রেকর্ডভুক্ত ১১ কাঠা জমি প্রতিপক্ষ সিরাজুল ইসলাম দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা জবর দখলের জন্য আমাদের লোকজনের উপর হামলা করে আমাদের লোকজনকে আহত করেছে।
এদিকে সিরাজুল ইসলাম জানান, আমার বাপ-দাদার পৈত্রিক জমি খাস হিসেবে রাস্তার মধ্যে রেকর্ড হয়েছে। আমরা এ বিষয়ে মামলা করেছি। আজ (শুক্রবার) জমি মাপার সময় প্রতিপক্ষরা আমাদের উপর হামলা করে আমাদের লোকজনকে আহত করেছে।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, সংঘর্ষের ঘটনা শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এজে/এফই
নিউজবাংলাদেশ.কম








