মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যান ‘খুন’
নেত্রকোনা: জেলার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম খান রানাকে (৪৮) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম খান রানার সাথে মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মজিুবর রহমানের বিরোধ চলছিল। এরই জের ধরে রানাকে বৃহস্পতিবার সন্ধ্যায় মোহনগঞ্জ বাজারের খলিফা পট্টিতে মজিবুর রহমানসহ ৫-৭ জন লোহার রড ও লাঠি দিয়ে বেধরক মারপিট করেন। আশঙ্কাজনক অবস্থায় রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শুক্রবার সকালে তিনি মারা যান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে ফেরত দেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসআর/এফই
নিউজবাংলাদেশ.কম