খুলনা: হাতে হ্যান্ডকাপ, কোমরে পিস্তল পাশে রয়েছে মোটর সাইকেলসহ একাধিক সাধারণ পোশাকের কথিত গোয়েন্দা পুলিশের সদস্য। ভোর থেকে তল্লাশি করছেন তারা মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহন।
সকাল সাড়ে নয়টার দিকে ডুমুরিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম নিয়মিত ডিউটিতে ওই এলাকায় গিয়ে এ অবস্থা দেখতে পেয়ে তাদেরকে চ্যালেঞ্জ করেন। এসময় আব্দুল গফফার নামে একজন পুলিশকে লক্ষ্য করে গুলি করেন। কিন্তু পিস্তল থেকে না বেরোনোয় এ যাত্রা রক্ষা পান এসআই সিরাজ।
ঘটনার সময়ে সহযোগী অন্যরা মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেলেও ধরা পড়ে যান কথিত ডিবি অফিসার আব্দুল গফফার (৪২)। পুলিশ তাকে দুই জোড়া হ্যান্ডকাপ ও একটি আমেরিকান পিস্তলসহ আটক করে ডুমুরিয়া থানায় নিয়ে আসেন।
ঘটনাটি শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ডুমুরিয়া উপজেলার দৌলতপুর চুকনগর সড়কের থুকড়া বাজার এলাকায় ঘটে।
এ বিষযে ডুমুরিয়া থানার সেকেন্ড অফিসার মো. নজরুল ইসলাম জানান, আটক আব্দুল গফফার খুলনা নগরীর গল্লামারী এলাকার সবেদ আলী হাওলাদারের ছেলে। এরা সংঘবদ্ধ প্রতারক চক্র। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এফএ