লোহাগাড়া (চট্টগ্রাম): উপজেলার চরম্বা ইউনিয়নে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় আওয়ামী লীগ এ ঘটনায় জামায়াত-শিবিরকে দায়ী করেছে। পুলিশ জামায়াতের দুইজন নেতাকর্মীকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম জানান, যুবলীগ নেতা মো. কামাল উদ্দিন (২২) বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় লোডশেডিং হলে তিনি বাড়ির দিকে রওয়ানা দেন। পথে সৈয়দ সর্দার মসজিদের পাশে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে জবাই করে মৃত ভেবে ফেলে রেখে যায়।
এলাকাবাসী কামালকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার মুমূর্ষু অবস্থা দেখে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মারা যান।
নিহতের লাশ চন্দনাইশ থানা পুলিশের প্রহরায় বিজিসি ট্রাস্ট হাসপাতালে রাখা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে চরম্বা ইউনিয়ন জামায়াতের আমীর শামসুল ইসলাম হেলালী ও কর্মী নুরুল আবছারকে আটক করেছে পুলিশ।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, “কামালকে কারা হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে এ হত্যাকাণ্ডে জামায়াত-শিবিরের হাত থাকতে পারে। এজন্য জামায়াতের দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
উল্লেখ্য, নিহত কামাল চরম্বা ইউনিয়নের নাসির মোহাম্মদ পাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
নিউজবাংলাদেশ.কম/এফএ