জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সফর বাতিল করেছে উত্তর কোরিয়া। সফরের মাত্র এক দিন আগে বান কি মুনের সফর বাতিলের বিষয়ে কোনো ব্যাখা দেয়নি দেশটি। দুই দশকের বেশি সময় পর জাতিসংঘের কোনো মহাসচিব উত্তর কোরিয়া সফরে আসছিলেন। বিবিসি ও এএফপি।
এদিকে, সিউলে এক সম্মেলনে উত্তর কোরিয়ার এ সিদ্ধান্তের 'নিন্দা' জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। উত্তর ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে পরিচালিত শিল্পাঞ্চল কেইসাং পরিদর্শনে যাওয়ার জন্য উত্তর কোরিয়া সফরের কথা ছিল তার।
বান কি মুন বলেন, কোরিয়ার জনগণ এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে হাত মেলাতে হবে।
প্রসঙ্গত, এর আগে বান কি মুন আঞ্চলিক অস্থিরতা ছড়িয়ে দেয়ার জন্য উত্তর কোরিয়াকে অভিযুক্ত করেছিলেন বলেই জাতিসংঘ প্রধানের সফর বাতিল করা হয়েছে ধারণা করা হচ্ছে।
এদিকে বমেরিন থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উেক্ষপণের কিছু দিন পরই ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র সংযোজনের নিখুঁত প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। দেশটির নতুন এ ঘোষণায় শুধু ওয়াশিংটন, সিউল ও টোকিওতেই বিপদ সংকেত ঘণ্টা বাজবে না, বেইজিংও সমপরিমাণ শঙ্কিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসজে