ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ২৮ এপ্রিল সিটি নির্বাচন ছিলো নির্বাচনের নামে সাজানো নাটক। হাজার কোটি টাকা খরচ করে এই রকম সাজানো নাটক করার কোন প্রয়োজন ছিল না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য শীর্ষক শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাটকের নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি করে তিনি বলেন, “মেহনতি মানুষের শ্রমের টাকা দিয়ে নাটকের নির্বাচন করবেন ইসলামী আন্দোলন এটা কখনো মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “সিটি নির্বাচন লাইনে যেসব ভোটার দেখা গিয়েছে তারা ছিলো মূলত ছাত্রলীগ-যুবলীগের ক্যাডার। কারণ ৫ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে কোন লোক না থাকায় এবারের সিটি নির্বাচনে সরকার তার দলীয় ক্যাডার দিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে তার নীল নকশা বাস্তবায়ন করেছে।”
গণমাধ্যমের প্রতি আহব্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা ইসলামের কথা একটু প্রচার করার চেষ্টা করবেন। বাংলাদেশ বদমাইশে ভর্তি হয়ে গেছে। বদমাইশের আস্তানা বাংলাদেশে হতে পারে না।”
সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ, ঢাকা মহানগরের সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এমএম