থাই জঙ্গলে বাংলাদেশি ও মিয়ানমার নাগরিকদের গণকবর
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত জঙ্গলে মানব পাচারকারীদের পরিত্যাক্ত ঘাঁটিতে অন্তত ৩০ টি কবরের সন্ধান পেয়েছে পুলিশ। কবরগুলো মিয়ানমার এবং বাংলাদেশি অভিবাসীদের বলে ধারণা করছে থাই কর্তৃপক্ষ। ডয়েচে ভেলে।
নাকর্ণ সি থামারাত প্রাদেশিক পুলিশের ডেপুটি কমান্ডার এবং পুলিশ কর্নেল অনুচোন চামাত এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ৪ টি দেহ খুঁড়ে তোলা হয়েছে। কবর ছাড়াও খোলা যায়গায় পড়ে থাকা দুটো পচে যাওয়া দেহ পাওয়া গেছে বলে জানান তিনি।
তাছাড়া, পরিত্যাক্ত শিবিরটিতে একজনকে জীবিতও পাওয়া গেছে এবং তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে খবরে।
প্রসঙ্গত, ভাগ্যান্বেষণে অনেক বাংলাদেশি এবং মিয়ানমারে ধর্মীয় ও জাতিগত সহিংসতার শিকার হয়ে অনেক রোহিঙ্গা মুসলিম জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে পাড়ি জমায়।
কেন এবং কিভাবে এতগুলো লোকের মৃত্যু হলো, তা পরিস্কার নয়। তবে থাই পুলিশ প্রথমবারের মতো এতগুলো সংখ্যক কবরের সন্ধান পেল।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম