অধিকার আদায়ে রাজপথে শ্রমিকরা
ঢাকা: মহান মে দিবস উপলক্ষে নিজেদের বিভিন্ন দাবি এবং অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছে শত শত শ্রমিক।
শুক্রবার সকালে শ্রমিকরা ঢাকার রাজপথে নেমে জাতীয় প্রেসক্লাব এলাকায় জড়ো হতে থাকে। এতে করে পল্টন, হাইকোর্ট মোড় ও প্রেস ক্লাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ ট্রেড ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহণ, শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ, গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক, গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় মুক্তি কাউন্সিলসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
এ সময় তাদের হাতে ছিল ৮ ঘণ্টা কর্মদিবস, নিরাপদ কর্মপরিবেশ, সময় মতো ন্যায্য বেতনের দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম