News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৪, ১ মে ২০১৫
আপডেট: ১৪:২৩, ১৮ জানুয়ারি ২০২০

রাজধানীতে সাততলা ভবন হেলে পড়েছে

রাজধানীতে সাততলা ভবন হেলে পড়েছে

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি সাততলা আবাসিক ভবন হেলে পড়েছে। এ ঘটনায় বাসিন্দাদের সরিয়ে দিয়ে ভবনটি সিলগালা করে দেয়া হয়েছে।

শুক্রবার সকালে যাত্রাবাড়ীর লিচুবাগানে অবস্থিত ওই ভবনটি পাশের একটি ভবনের গায়ে হেলে পড়ে।

পোস্তগোলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোস্তফা মহসিন জানিয়েছেন, সকাল সাড়ে নয়টায় তারা ভবন হেলে পড়ার সংবাদ পান। ভবনের ষষ্ঠ ও সপ্তম তলা পাশের একটি ভবনের গায়ে হেলে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে ওই বাড়ির বাসিন্দান্দের সরিয়ে দিয়েছেন। ভবনটি সিলগালা করে দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

তিনি আরও জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বিষয়টি অবগত হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন।

উল্লেখ্য, গত শনিবার নেপালে ৭.৯ মাত্রার ভূমিকম্প হয়। এটি বাংলাদেশেও দেশব্যাপী অনুভূত হয়। এর পরদিন নেপালে আবারও শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পে বাংলাদেশের কয়েকটি ভবনে ফাটল ধরেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নেপালে নিহতের সংখ্যা ছয় হাজার দুইশতে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ভূমিকম্পের পর একবছর পর্যন্ত ছোট ছোট ভূকম্পন হবে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়