বিরল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দিনাজপুর: বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনবাড়ী গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে ধর্মজৈন সীমান্তের ৩২০নং মেইন পিলার ও ১০-১১ নং সাবপিলারের মধ্যবর্তী স্থানে ভারতীয় সীমান্তের ৩০০ গজ ভিতরে কয়েকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফের সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন রাজ্জাক। ভারতের কাটাবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা বিজিবিকে বিষয়টি নিশ্চিত করেছে।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলাম নিউজবাংলাদেশকে বলেন, “আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বাসিন্দা। সেখান থেকে নিহতের লোকজন ঘটনাস্থলে আসছেন।”
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই সরকার নিউজবাংলাদেশকে বলেন, “বিজিবি তাদেরকে নিহতের ঘটনাটি নিশ্চিত করলেও আব্দুর রাজ্জাক বাংলাদেশি কীনা তা নিশ্চিত করেনি। তবে আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি, রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।”
ধর্মজৈন সীমান্তের নায়েক সুবেদার রোস্তম আলী নিউজবাংলাদেশকে বলেন, “বিএসএফের গুলিতে নিহত আব্দুর রাজ্জাক বাংলাদেশি কীনা বিএসএফ তা নিশ্চিত করেনি। তবে বিএসএফ জানিয়েছে, নিহতের কাছ থেকে তিনশ বোতল ফেন্সিডিল ও দুটি রামদা পাওয়া গেছে। তার পরিচয় জানার জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম