News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৭, ১ মে ২০১৫
আপডেট: ০৯:০৫, ১৯ জানুয়ারি ২০২০

ব্যাটিংয়ে কঠিন পরীক্ষায় নেমেছে বাংলাদেশ

ব্যাটিংয়ে কঠিন পরীক্ষায় নেমেছে বাংলাদেশ

ঢাকা: খুলনা টেস্টের চতুর্থ দিন শুক্রবার লাঞ্চ বিরতির আগেই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতির আগে চার ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬ রান। তামিম ইকবাল ৪ ও ইমরুল কায়েস ২ রানে ক্রিজে আছেন।

পাকিস্তানের চেয়ে ২৯৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। টেস্ট ম্যাচটি ড্র করতে হলে ব্যাটসম্যানদের দিতে হবে কঠিন পরীক্ষা। অর্থাৎ টেস্ট ম্যাচটি ড্রয়ের জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের আজ ও আগামীকাল উইকেটে থেকে পাকিস্তানের বিপক্ষে বড় লিড নিতে হবে।

এর আগে টেস্টের চতুর্থ দিন শুক্রবার সকালে পাকিস্তানকে ৬২৮ রানে অলআউট করেছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ করা ৩৩২ রানের বিপক্ষে পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ২৯৬ রান। তাইজুল একাই নেন ছয়টি উইকেট।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়