artk
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০১৫ ৭:৫০

চিনি ও সয়াবিন তেলের দাম কমেছে

media

ঢাকা: নিত্যপণ্য বাজারে কমেছে চিনি ও সয়াবিন তেলের (বোতল) দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনিতে কমেছে দুই টাকা এবং সয়াবিন তেলের প্রতি পাঁচ লিটারের বোতলে দাম কমেছে লিটার প্রতি ৬ টাকা এবং এক লিটারের বোতলে কমেছে পাঁচ টাকা।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) একই তথ্য জানিয়েছে।

বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৪২ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ টাকা থেকে ৪৪ টাকা। গত মাসে একই সময়ে এ পণ্যের দাম ছিল ৪২ থেকে ৪৫ টাকা। এ হিসেবে এক মাসে দাম কমেছে পাঁচ টাকা।  

অন্যদিকে, বোতলজাত পাঁচ লিটারের সয়াবিনের ভোজ্য তেল বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৪৮০ টাকা। সপ্তাহ আগে এর দাম ছিল ৪৮০ টাকা থেকে ৫১০ টাকা। এ হিসেবে পণ্যটির সপ্তাহ ব্যবধানে দাম কমেছে প্রতি পাঁচ লিটার বোতলে ৩০ টাকা। গত বছর একই সময়ে বিক্রি হয়েছে ৫৬০ টাকা এ হিসেবে প্রতি পাঁচ লিটার বোতলে এক বছরে দাম কমেছে ১১০ টাকা। শতাংশ হিসেবে এক বছরে দাম কমেছে ১৫ দশমিক ৮৪ শতাংশ।

এছাড়া সয়াবিন তেল (বোতল) প্রতি লিটার বিক্রি হচ্ছে ৯৫ টাকা থেকে ১০০ টাকায়। পাম অয়েল (লুজ) প্রতি লিটার ৫৮ টাকা থেকে ৬২ টাকা এবং পাম অয়েল (সুপার) বিক্রি হচ্ছে ৬২ টাকা থেকে ৬৭ টাকা প্রতি লিটার।

শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, ঠাঁটারী বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, মৌলভী বাজার, রহমতগঞ্জ বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কট, টাউন হল, নিউ মাকেট, শান্তিনগর, ফকিরাপুল বাজার, মীরপুর-১ ও ৬ নম্বর বাজার, গুলশান, বাড্ডা বাজারে সূত্রে তথ্য পাওয়া গেছে। তবে মহল্লার বাজারে এর প্রভাব এখনও পড়তে শুরু করেনি বলে জানা গেছে।

চালের বাজার ঘুরে দেখা গেছে, নাজির, মিনিকেট (সাধারণ মানের) প্রতি কেজি ৩৮ থেকে ৪৮ টাকা, উত্তম মানের ৪৮ থেকে ৫৫ টাকা। মাঝারি মানের চাল প্রতি কেজি ৩৮ থেকে ৪৪ টাকা, পাইজাম, লতা (সাধারণ মানের) ৩৮ থেকে ৪৪ টাকা, উত্তম মানের ৪২ থেকে ৪৪ টাকা, মোট স্বর্ণা/চায়না ইরি প্রতি কেজি ৩২ টাকা থেকে ৩৭ টাকায় বিক্রি হচ্ছে।

আটা-ময়দা বাজার ঘুরে দেখা যায়, খোলা আটা (সাদা) প্রতি কেজি ৩০ থেকে ৩২ টাকা, প্যাকেট আটা প্রতি কেজি ৩৪ থেকে ৩৬ টাকা। খোলা ময়দা ৩৬ থেকে ৪০ টাকা, প্যাকেট ময়দা প্রতি কেজি ৪২ থেকে ৪৫ টাকা।

ডালের বাজার দর পাওয়া যায়, তুরস্ক, কানাডার বড় দানার প্রতি কেজি মসুরির ডাল বিক্রি হচ্ছে ৮৫ টাকা থেকে ৯০ টাকা। একই মানের মাঝারি দানার ডাল প্রতি কেজি ৯০ থেকে ৯৫ টাকা। দেশি মসুরি প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকা, নেপালি ১১০ থেকে ১২০ টাকা, অ্যাংকর ডাল প্রতি কেজে ৪০ থেকে ৬০ টাকা, ছোলা প্রতি কেজি ৫২ থেকে ৬০ টাকা, আলু মানভেদে প্রতি কেজি ১৬ থেকে ২০ টাকা।

মসলার বাজার ঘুরে দেখা যায়, আমদানি পিঁয়াজ প্রতি কেজি ২৫ থেকে ৩২ টাকা, দেশি প্রতি কেজি ৩০ থেকে ৩৬ টাকা, দেশি রসুন মানভেদে প্রতি কেজে ৫০ থেকে ৮০ টাকা, আমদানি রসুন মানভেদে ৯০ থেকে ১০০ টাকা। শুকনো মরিচ প্রতি কেজি ১৪০ থেকে ১৮০ টাকা, হলুদ প্রতি কেজি ১৪০ থেকে ১৯০ টাকা, আমদানি আদা প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা, জিরা প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, ধনে প্রতি কেজি ১২০ থেকে ১৮০ টাকা, তেজপাতা প্রতিকেজে ১২০ থেকে ১৫০ টাকা।

মাছ ও মাংসের বাজারে প্রতি কেজি রুই মাছ ২০০ টাকা থেকে ৩০০ টাকা, ইলিশ প্রতি কেজি ৭০০ থেকে এক হাজার, গরু মাংস প্রতি কেজি ৩৪০ থেকে ৩৭০ টাকা, খাসি ৪৫০ থেকে ৫৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৫৫ টাকা থেকে ১৬০ টাকা প্রতি কেজি। দেশি মুরগি প্রতি কেজি ৩০০ টাকা থেকে ৩২৫ টাকা।

প্যাকেটজাত গুড়া দুধের দাম এক কেজি অজনের ডানো ৬৮০ টাকা, ডিপ্লোমা (নিউজিল্যান্ড) ৬৪০ টাকা, ফ্রেশ ৫১০ টাকা, মার্কস ৫১০ টাকা।

এছাড়া ফার্মের মুরগির ডিম প্রতি হালি ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে ‘ভারত বুঝুক, হারের পর সামনে এসে উল্লাস করলে কেমন লাগে’ মৎস্য কর্মকর্তা লাঞ্ছিত, উপজেলা চেয়ারম্যান বরখাস্ত নারায়ণগঞ্জে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৮ নায়ক মান্না চলে যাওয়ার ১ যুগ করোনায় মৃত্যুর মিছিলে আরও ১০০ জন বাসের চাকায় পিষ্ট হয়ে ২ মেডিক্যাল শিক্ষার্থী নিহত ইঁদুরেই খেয়েছে ১ লাখ মেট্রিক টন ফসল করোনাভাইরাস আতঙ্কে সিঙ্গাপুরফেরত স্বামীকে রেখে পালালেন স্ত্রী ঘুষের অভিযোগ থেকে সিনহাকে অব্যাহতি কোভিড ১৯: এবার তাইওয়ানে প্রথম মৃত্যু ভোটাররা দেরিতে ঘুম থেকে উঠায় ভোট হবে ৯টায়: ইসি সচিব এই সেলফি তোলার পরেই ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু করোনাভাইরাস: প্রযুক্তিই চীনের শেষ ভরসা সঞ্চয়পত্রে নয়, সুদ কমেছে ডাকঘর সঞ্চয় স্কিমের: অর্থ মন্ত্রণালয় বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার নিয়ে বিসিবি একাদশ ঘোষণা সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩ চট্টগ্রাম, বগুড়া ও যশোর সিটিতে ভোট ২৯ মার্চ করোনাভাইরাস শনাক্তে বাংলাদেশকে উন্নত কিটস দেবে চীন একত্রে কাজ করবে ডিএসই ও সিএসই বিশ্রামে রিয়াদ, ফিরলেন তাসকিন-মোস্তাফিজ করের বকেয়া অর্থ না দেয়াও দুর্নীতি: দুদক চেয়ারম্যান দক্ষদের নিয়োগ দিচ্ছে টেসলা, ডিগ্রি না হলেও চলবে খালেদা জিয়ার প্যারোল আবেদন সরকার পায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী চিকেন পক্স হলে কী খাবেন বাংলা তারিখ ব্যবহারে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট কারিগরি শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিএসইএক্সের সেরা দ্বিতীয় উত্থান মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন কেজরিওয়াল ফিটনেস ও নিবন্ধনহীন গাড়ি বন্ধে সব জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ