News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ৩০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৬, ১৯ জানুয়ারি ২০২০

অবশেষে হাফিজের ডাবল সেঞ্চুরি

অবশেষে হাফিজের ডাবল সেঞ্চুরি

ঢাকা: আগে দু দুবার ডাবল সেঞ্চুরির সুবাস ছড়িয়েও হতাশ হতে হয়েছিল মোহাম্মদ হাফিজকে। সে দুবার নার্ভাস নাইনটিজের শিকার হয়েছিলেন পাকিস্তান অলরাউন্ডার। তবে খুলনা টেস্টে ফের ভাগ্য-প্রতারণার শিকার হতে হয়নি পাঞ্জাবের ৩৪ বছর বয়সী ব্যাটসম্যানকে।

বৃহস্পতিবার বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলায় ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান হাফিজ। ২৮৬ বল মোকাবেলা করে কারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্পর্শ করেন তিনি। এজন্য ২১টি চার ও তিনটি ওভার বাউন্ডারি মারেন ডানহাতি ব্যাটসম্যান। শেষে ৩৩২ বলে ২২৪ রান করে শুভাগত হোমের শিকার হন হাফিজ। ১১১.৩ ওভারে। দলীয় ৪০২ রানের মাথায়। তার ইনিংসটিতে ২৩টি চার ও তিনটি ছয়ের মার রয়েছে।

এর আগে ২০১২ সালের জুনে সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৯৬ রান করে আউট হয়েছিলেন হাফিজ। লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ পাক ওপেনারের ৪২৭ মিনিট দীর্ঘ ইনিংসটির সমাপ্তি ঘটিয়েছিল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছরের নভেম্বরে ১৯৭ রান করে আউট হয়েছিলেন তিনি। শারজা স্টেডিয়ামের খেলায় ইশ সোধির স্পিনে কাটা পড়েছিলেন হাফিজ।

তবে অনেক লুকোচুরির পর খুলনা টেস্ট হাফিজকে আর হতাশ করেনি। দু হাতে ভরিয়ে দিয়েছে ডাবল সেঞ্চুরির অঞ্জলি। যা সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে বিশাল লক্ষ্যের দিকে টেনে নিয়ে চলেছে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়