সত্যিই আমি মজা পেয়েছি: সৌম্য সরকার
ঢাকা: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে দারুণ খুশি তরুণ ক্রিকেটার সৌম্য সরকার। বুধবার পাকিস্তানের বিপক্ষে দশম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে প্রথম সেঞ্চুরি পেয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই খুশিই ছড়িয়ে দিলেন সৌম্য।
সংবাদ সম্মেলনে তিনি বললেন, “সেঞ্চুরি করার পর এই যে আপনাদের সামনে আসতে পেরেছি, এটাই মজা। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করতে পেরে আমি অবশ্যই খুশি। ৪০ রান করার পর তামিম ভাই আমাকে বলেছিলো, বড় ইনিংস খেলে শেষ পর্যন্ত খেল, মজা পাবি। সত্যিই আমি মজা পেয়েছি।”
পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ সিরিজে ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনের প্রবেশ করেই হাসলেন সৌম্য। তার হাসিতে উপস্থিত সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানালেন। আক্ষরিক অর্থেই ম্যাচ জয়ের পর, ম্যাচ সেরা হিসেবে বাংলাদেশের মিডিয়ার সামনে সৌম্যর এটিই প্রথম সংবাদ সম্মেলন ছিল। নব্বইয়ের ঘরে এসেও ব্যাটসম্যানদের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত নার্ভাসনেস নাকি সৌম্যকে স্পর্শই করেনি।
এ বিষয়ে তিনি বলেন, “৯৬ এ যখন ছিলাম। আমি আসলে দেখি নাই। সবসময় এমনই করি। ১০০, ৫০ করতে হবে তা মনে ছিল না। প্রথম বল যেভাবে খেলছি, শেষ বলও একইভাবে খেলছি। যা হয়েছে ভালো হয়েছে।”
সেঞ্চুরির উদযাপন নিয়ে তিনি বলেন, “আমি প্রথমে মনে করেছিলাম ছক্কা হবে না। পরে ছক্কা হওয়ার কারণে খুশিতে এমন হয়েছে। এটা মন থেকেই হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে
নিউজবাংলাদেশ.কম