ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছেন। পাশাপশি, এই ইস্যুতে নিউজিল্যান্ড একটি খসড়া প্রস্তাব তৈরি শুরু করেছে। মার্কিন উদ্যোগে নেয়া এই পদক্ষেপকে স্থগিত আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টা বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।
ইসরায়েলের নির্বাচন শেষে এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বমুহূর্তে ফ্রান্স ও নিউজিল্যান্ড বিষয়টি একান্ত জরুরী বলে মনে করছে।
জাতিসংঘে নিযুক্ত নিউজিল্যান্ডের দূত জিম ম্যাকলে বলেন, আলোচনা শুরু করতে আমরা একটি খসড়া নিয়ে কাজ শুরু করেছি। তিনি বলেন, এক্ষেত্রে আমরা ফ্রান্সের সক্রিয়তা দেখতে মুখিয়ে রয়েছি।
এর আগে, গত মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির অবসানে খসড়া তৈরির জন্য আলোচনার আহবান জানিয়েছিল ফ্রান্স।
নিউজবাংলাদেশ.কম/এসজে