ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বক্তব্য দেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই বিএনপি চেয়ারপারসনের গাড়িতে হামলা চালানো হয়েছে। এ হামলার বিচার করতে হবে। না হলে জনগণ একবার ফুঁসে উঠলে ফল ভালো হবে না।”
তিনি জানান, যতই হামলা হোক না কেন, নির্বাচনের প্রচারণা অব্যাহত থাকবে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বাদ দিয়ে ‘সোনার ছেলেদের’ আলাদাভাবে বিএনপির সঙ্গে মোকাবেলার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিডেয়িার হান্নান শাহ, খালেদা জিয়ার উপদেষ্টা এমাজউদ্দিন আহমদ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এজে