শিবসেনার চাপে আতিফ আসলামের কনসার্ট বাতিল
হাজারের বেশি টিকেট বিক্রি হয়ে গেলেও ভারতের কট্টরপন্থী রাজনৈতিক দল শিবসেনার চাপে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্ট বাতিল করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল মহারাষ্ট্রের পুনে শহরে কনসার্টে গান গাওয়ার কথা ছিল পাকিস্তানি গায়কের। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, কনসার্টের এক হাজারের বেশি টিকেট বিক্রি হয়ে যাওয়ার পরও শিবসেনার ক্রমাগত বিরোধের মুখে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজকরা।
শিবসেনার অভিযোগ, পাকিস্তানের কারণে নিরাপদ নয় ভারতের সীমান্ত। আর তাই পাকিস্তানিদের সঙ্গে সুসম্পর্ক রাখা দেশদ্রোহিতার সামিল। দলটির মুখপাত্র বলেন, "আমরা পুলিশ কমিশনারকে বলেছি, এই কনসার্ট কোনোভাবেই আমরা হতে দেবো না। কনসার্টের আয়োজকরাও আমাদের দাবী মেনে নিয়েছেন।"
ভারতে ব্যাপক জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ নিয়মিত হিন্দি সিনেমায় প্লেব্যাক করে থাকেন। সম্প্রতি 'বাদলাপুর' সিনেমায় গাওয়া তার 'জিনা জিনা' গানটিও বেশ জনপ্রিয়তা পায়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম