ঢাকা: জামায়াতের প্রয়াত আমির গোলাম আযমের স্ত্রী, ভাতিজা ও ছেলের বউকে শাহজালাল বিমান বন্দরে বিশেষ ব্যক্তির মর্যাদা কেন দেয়া হলো তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা, তা ১৫ দিনের মধ্যে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি হাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে বুধবার এ আদেশ দেন।
আগামী ১৫ দিনে মধ্যে স্বরাস্ট্র সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, উত্তরা জোন পুলিশের ডিসি, বিমানবন্দর থানার ওসি, শাহজালাল বিমান বন্দরের পরিচালন গ্রুপ ক্যাপ্টেন জাকির হোসেন ও দেলেনা বেগমকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৮ এপ্রিল সৌদি আরব যাওয়ার সময় গোলাম আযমের স্ত্রী ও তার সঙ্গে থাকা গোলাম আযমের ভাতিজা লুৎফুল কবির, পুত্রবধূ তাসনীম আঞ্জুমকে বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে ইমিগ্রেশন করানোর সময় তাদের আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ফেরত পাঠানো হয়। গোয়েন্দারা নিশ্চিত হন, বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হোসেন তাদের পরিচয় গোপন রেখে ভিআইপি মর্যাদার ব্যবস্থা করেন, তখন এ নিয়ে তোলপাড় শুরু হয়।
জানা গেছে, গোলাম আযমের স্বজনদের সঙ্গে সাবেক অতিরিক্ত সচিব দেলেনা বেগমও ছিলেন। তিনি ভিআইপি মর্যাদা পান। তার সঙ্গেই গোলাম আযমের স্বজনরা ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে