হবিগঞ্জ: মঙ্গলবার মধ্যরাতে ঝড়ের সময় গাছচাপা পড়ে অন্তঃসত্ত্বা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। বানিয়াচং উপজেলার বাদাউড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বানিয়াচংয়ের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় ফজল মিয়ার বাড়ির পশ্চিম পাশের একটি কড়ইগাছ ভেঙে তার টিনশেড ঘরের ওপর পড়ে। গাছ ও ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার অন্তঃসত্ত্বা স্ত্রী নূরজাহান বেগম (২২) ও ছেলে রবিন মিয়ার (৪) মৃত্যু হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, “খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
এদিকে পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে রমজান আলী ওরফে লাল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে ঝড়ের সময় বড় একটি গাছ ভেঙে লাল মিয়ার ঘরের ওপর পড়ে। এসময় গাছ ও ঘরের নিচে চাপা পড়ে লাল মিয়া আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এটিএস