সিএনজিচালককে বাঁচাতে গিয়ে রিকশাচালকের মৃত্যু
ঢাকা: রাজধানীর মগবাজার দিলুরোডে সিএনজিচালককে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (৩০) নামে এক রিকশাচলক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন সিএনজি চালক ইয়াকুব আলী (৪০)।  নিহতের পিতার নাম দুদু মিয়া। তিনি মগবাজার মধুবাগ দুলাল মিয়ার ৩ নম্বর বস্তিতে থাকতেন। 
গুলিবিদ্ধ সিএনজিচালক ইয়াকুব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিকিৎসাধীন রয়েছেন।
নিহত হাকিমের মা মনোয়ারা বেগম জানান, গত ১৩ এপ্রিল (সোমবার) দিবাগত রাত দুইটার সময় মগবাজার দিলু রোডে একটি প্রাইভেটকার থেকে নেমে ১০/১২ জন যুবক একটি সিএনজিচালককে গুলি করলে হাকিম তাকে বাঁচাতে যায়। এসময় সন্ত্রাসীরা রিকশাচালক হাকিমকে গুলি করলে সে মারাত্মকভাবে আহত হয়। পরে পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল পাঁচটা ২০ মিনিটে গুলিবিদ্ধ রিকশাচালক হাকিমের মৃত্যু হয়।
 
গুলিবিদ্ধ সিএনজিচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম






































