র্যাংকিংয়ে পয়েন্ট বাড়ানোর সুযোগ বাংলাদেশের
ঢাকা: ওয়ানডে র্যাংকিংয়ে নিজেদের সপ্তম স্থান ধরে রাখতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন অ্যাওয়ে সিরিজে অবশ্যই হোয়াইটওয়াশ (৩-০ ব্যবধানে হার) এড়াতে হবে পাকিস্তানকে। অন্যদিকে সিরিজ জিতে ওয়ানডে র্যাংকিংয়ে নিজেদের রেটিং বাড়ানোর সুযোগ পাচ্ছে মাশরাফি বিন মুর্তজা বাহিনী।
৯৫ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে ওয়ানডে র্যাংকিংয়ের সাত নম্বরে অবস্থান করছে। টেবিলের ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ডের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে তারা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই ব্যবধান কমানোর সুযোগ পাচ্ছে ‘দ্য আনপ্রেডিক্টেবল’রা। এজন্য ৩-০ ব্যবধানে জিততে হবে তাদের। অবশ্য ২-১ ব্যবধানে সিরিজ জিতলে রেটিং বাড়বে না তাদের।
সেই তুলনায় বাংলাদেশের সামনে সমীকরণটা বেশ সহজ। সিরিজ জিতলেও র্যাংকিংয়ে কোনো উন্নতি হবে না টাইগারদের। কিন্তু ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে নিজেদের রেটিং পয়েন্টটাকে ৮১-তে টেনে নিতে পারবে স্বাগতিকরা। সেই অবস্থায় পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৯২ সমান হবে। তবে পয়েন্টের ভগ্নাংশের হিসেবে ক্যারিবিয়ানদের অগ্রগামী ধরা হবে। র্যাংকিংয়ে যার ছাপ পড়বে। অন্যদিকে ২-১ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং হবে ৭৯।
ওয়ানডে র্যাংকিংয়ের সেরা দশ দল:
১. অস্ট্রেলিয়া
২. ভারত
৩. দক্ষিণ আফ্রিকা
৪. নিউজিল্যান্ড
৫. শ্রীলঙ্কা
৬. ইংল্যান্ড
৭. পাকিস্তান
৮. ওয়েস্ট ইন্ডিজ
৯. বাংলাদেশ
১০. জিম্বাবুয়ে
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








