News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৩, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

আবার রিয়ালকে আটকে দিল অ্যাটলেটিকো

আবার রিয়ালকে আটকে দিল অ্যাটলেটিকো

 

ঢাকা: একটা সময় গেছে যখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১৩ বছর জয়হীন ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু সেই সময় এখন অনেকটাই বদলে গেছে। বরং এখন পাল্টে গেছে দাবার ছকও।

চলতি মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সপ্তম প্রচেষ্টাতেও জয়ের দেখা পেল না লস ব্লাঙ্কোসরা। মঙ্গলবার মাদ্রিদের ভিসেন্ত ক্যালদেরন স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারকাখচিত রিয়াল।

নিস্ফলা ম্যাচে প্রথমার্ধের সেরা দলের নাম রিয়াল মাদ্রিদই। কারণ, অ্যাটলেটিকো গোলকিপার জান ওবালাক প্রথমার্ধেই কেবল ছয় ছয়টি সেভ করেন। তবে বিরতি থেকে ফিরে পর খেলায় ফেরে ডিয়াগো সিমিওনের শিষ্যরা। রিয়ালকে শেষ দশ মিনিট তো রীতিমত কাঁপিয়েছে স্বাগতিকদের আক্রমণ ভাগ।  

স্প্যানিশ লা লিগায় দু দলের সর্বশেষ ম্যাচে রিয়ালকে ৪-০ গোলের লজ্জা দিয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু মঙ্গলবারের খেলায় সেই ছন্দটা ধরে রাখতে পারেনি রোজেনারিরা। এই সুযোগে গ্যারেথ বেল-হামেস রদ্রিগেজরা চেপে ধরেছিল স্বাগতিকদের। তবে স্লোভেনিয়ান গোলকিপারের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি ইকার ক্যাসিয়াস বাহিনীর।

দু দল আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের পরের পর্বে মুখোমুখি হবে। সেই ম্যাচে ১-১ ব্যবধানে ম্যাচ ড্র করলেও সেমিতে নাম লেখাবে অ্যাটলেটিকো। আর জয় হলে তো কথাই নেই। তবে রিয়ালের ক্ষেত্রে সমীকরণটা কিছুটা বদলে যাবে। পরের রাউন্ডে যাওয়ার জন্য ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবটির কাছে জয়ের কোনো বিকল্প নেই।

একই দিনে চ্যাম্পিয়নস লিগে দিনের অন্য খেলায় মোনাকোকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। জুভদের পক্ষে একমাত্র গোলটি করেন দলটির চিলিয়ান তারকা ভিদাল।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়