News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৩, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৮, ১৯ জানুয়ারি ২০২০

কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাচ্ছে পরিবার

কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাচ্ছে পরিবার

ঢাকা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তার পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য ডেকেছে কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে।

সোমবার বিকেল ৫টায় পরিবারের সদস্যরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বলে নিশ্চিত করেছেন কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল।

তিনি জানান, আনুষ্ঠানিক চিঠি পেয়ে আমরা বিকেল ৫টায় বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি।

সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সোমবার এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে কামারুজ্জামান এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারেন। রাষ্ট্রপতি ক্ষমা করলে তিনি রেহাই পাবেন। তার ফাঁসি কার্যকর করা এখন সময়ের ব্যাপার।”

অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার জন্য কামারুজ্জামানকে কয়েক ঘণ্টা সময় দেয়া হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব এই রায় কার্যকর করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়