সাক্ষাতের সুযোগ পাননি আইনজীবীরা
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে জেলখানায় দেখা করার অনুমতি পাননি তার আইনজীবীরা।
সোমবার কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তার আইনজীবীরা। কিন্তু তাদের অনুমতি দেয়া হয়নি।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মো. মনির সাংবাদিকদের বলেন, “রিভিউ আবেদন খারিজ হওয়ার পর আমরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলোনম। কিন্তু আমাদের আবেদন নাকচ করেছেন জেল কর্তৃপক্ষ। কেন নাকচ করেছেন, তার কোনো সদুত্তর আমরা পাইনি।”
তিনি বলেন, “জেলকোড বিধান অনুযায়ী প্রত্যেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারেন। এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার অধিকার তার আছে।”
তিনি আরও বলেন, “সকালে যে রায় দেয়া হয়েছে, সেই রায়ের সংক্ষিপ্ত কপি আমরাও পাইনি জেল কর্তৃপক্ষও পায়নি। রায়ের কপি হাতে পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








