প্রবাসী বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৪৩ শতাংশ
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে লিমিটেডে (ডিএসই) ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে প্রবাসী বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৪৩ শতাংশ। গত মাসে প্রবাসী বিনিয়োগকারীর লেনদেনের পরিমাণ ছিল ৬৭১ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ১২৫ টাকা, যা ফেব্রুয়ারি মাসের তুলনায় ২০১ কোটি ৪৮ লাখ ৫১ হাজার ১৯৫ টাকা বা ৪২ দশমিক ৮৭ শতাংশ বেশি। ডিএসই সূত্র এসব তথ্য জানায়।
ফেব্রুয়ারিতে প্রবাসী লেনদেনের পরিমাণ ছিল ৪৭০ কোটি চার লাখ ২১ হাজার ৯৩০ টাকা।
মার্চ মাসে প্রবাসী বিনিয়োগকারীরা ৩১৯ কোটি ৬১ লাখ ৫৯ হাজার ২৭৪ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেছে। বিক্রয় করেছে ৩৫১ কোটি ৯১ লাখ ১৩ হাজার ৮৫১ টাকা।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফই
নিউজবাংলাদেশ.কম








