বজ্রপাতে আগুন, আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ সার কারখানার নিজস্ব বৈদ্যুতিক উৎপাদন ও সরবরাহের সাব-স্টেশনে আগুন লেগে উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার রাতে আগুন লাগার এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লেগে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন বন্ধ হয়ে কারখানার সবগুলো ইউনিট (মাস্টার ট্রিপ) একযোগে বন্ধ হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
রাতেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন বলে জানা গেছে। তবে পুনরায় উৎপাদনে আসতে দু’তিনদিন লাগতে পারে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. ওমর খৈয়াম নিউজবাংলাদেশকে বলেন, “কারখানার ২৭ মেগাওয়াট ক্ষমতাস¤পন্ন নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ইউনিট রয়েছে। বজ্রপাতে ইউনিটের সাব-স্টেশনে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়।”
তিনি আরো বলেন, “এরপর তাৎক্ষণিকভাবে নিজস্ব ফায়ার সার্ভিস বিভাগ আগুন নেভায়। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কারখানার সবগুলো প্ল্যান্ট একযোগে বন্ধ হয়ে গেছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








