News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৪, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

নতুন ব্যাংকগুলোকে আগ্রাসী ব্যাংকিং না করার পরামর্শ

নতুন ব্যাংকগুলোকে আগ্রাসী ব্যাংকিং না করার পরামর্শ

ঢাকা: নতুন ব্যাংকগুলোকে আগ্রাসী ব্যাংকিং না করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় পুরাতন ব্যাংকগুলোর তুলনায় নতুন ব্যাংকগুলোকে বেশি সতর্কতা অবলম্বন করতে বলেন তিনি।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে নতুন অনুমোদন পাওয়া ৯ ব্যাংকের সাথে পৃথক পৃথক বৈঠকে তিনি এ সব কথা বলেন। এসব বৈঠকে গভর্নর সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক ও ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন। খবর বাসসের।

ড. আতিউর রহমান বলেন, “ভালো ব্যবসার জন্য শাখা খোলা, লোকবল নিয়োগ, আমানত সংগ্রহ, ঋণ বিতরণসহ সব ক্ষেত্রে বেশি তড়িঘড়ি করা ঠিক হবে না। তাতে ব্যাংকগুলো সমস্যায় পড়তে পারে। ছোট বড় যে কোনো ক্ষতি পোষানো নতুন ব্যাংকের জন্য কঠিন। আর নতুন কোনো একটি ব্যাংকের বড় ধরনের ব্যর্থতা দেখা দিলে পুরো ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।”

নতুন এসব ব্যাংকের কোনো খেলাপি ঋণ নেই উল্লেখ করে বৈঠকে এস কে সুর চৌধুরী বলেন, “বর্তমানে বিতরণ করা ঋণই একদিন খেলাপিতে পরিণত হতে পারে।” 

সামনের দিনে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখতে এখনই প্রস্তুতি নিতে পরামর্শ দিয়ে সুর চৌধুরী বলেন, “এজন্য ঋণ বিতরণের ক্ষেত্রে ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। কোনো একটি ব্যাংকের ব্যর্থতা মানে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতা। পুরো ব্যাংক খাতের জন্য যা ক্ষতির কারণ হতে পারে।”

বৈঠকে অফ-সাইট সুপারভিশন বিভাগের পক্ষ থেকে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, মেঘনা, মিডল্যান্ড, মধুমতি, ফারমার্স ও ইউনিয়ন ব্যাংকের এক মাসের ওপর একটি তথ্যনির্ভর পর্যালোচনা উপস্থাপন করা হয়। নতুন এই ব্যাংকগুলোর ডিসেম্বর ভিত্তিক শাখা খোলা, ঋণ, আমানত, লোকবল, বৈদেশিক বাণিজ্যসহ সার্বিক সূচকের ভিত্তিতে পর্যালোচনাটি তৈরি করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়