News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০১, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৭, ১৮ জানুয়ারি ২০২০

চট্টগ্রামে মনজুর-নাছির বৈধ

চট্টগ্রামে মনজুর-নাছির বৈধ

চট্টগ্রাম: সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দিন ও বিএনপির এম মনজুর আলমসহ আট মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে নগরীর মুসলিম হল মিলনায়তনে যাছাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

যাদের মনোনয়নপত্র বৈধ তারা হলেন- চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম, আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, ইসলামী ফ্রন্টের এম এ মতিন, বিএনএফের আরিফ মইন উদ্দীন, সৈয়দ সাজ্জাদ জোহা, মো. ফোরকান চৌধুরী এবং ইসলামিক ফ্রন্ট সমর্থিত মজিবুল হক শুক্কুর।

এছাড়া জমাকৃত কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়নপত্র আটকে দিয়ে বৈধ করার জন্য বিকেল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে গাজী মো. আলাউদ্দিন, আবুল কালাম আজাদ, সাইফুদ্দিন আহমেদ ববি, ওয়াইয়াজ হোসেন ভূঁইয়া ও শফিউল আলমকে।

মেয়র পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই চলছে। এ কার্যক্রম বৃহস্পতিবারও চলবে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়