News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২৫, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৭:৪১, ১ মার্চ ২০২০

মেহেরপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা

মেহেরপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার গোয়ালগ্রামে হাসের আলী (৩৫) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চরগোয়ালগ্রামের কামারদাড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

হাসের আলী চরগোয়াল গ্রামের বিএনপি নেতা সাদিমান হোসেনের ছেলে ও গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য।

সাদিমান হোসেন জানান, কামারদাড়া মাঠে জমিতে সার দিতে যাচ্ছিলেন হাসের আলী। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হাসের আলীকে প্রথমে এলোপাথাড়ি কুপিয়ে ও পরে গলা কেটে হত্যা করে।

বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুশান্ত কুমার পাল জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।

গাংনী থানার ওসি আকরাস হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়