বুধবার ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
ঢাকা: ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে বুধবার নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। ইসির কাছে নির্বাচন বিষয়ক কিছু শর্ত দিতেই দলটি যাচ্ছে বলে জানা গেছে।
বিএনপির পাঁচজন নেতা এ প্রতিনিধিদলে থাকবেন বলে একটি সূত্রে জানা গেছে। তবে বিএনপির পক্ষে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
সূত্র জানায়, বুধবার যে কোনো সময় প্রতিনিধি দলটি ইসিতে যেতে পারে। এতে স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান অথবা ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ্ নেতৃত্ব দিতে পারেন। এছাড়া প্রতিনিধি দলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ কয়েকজন থাকতে পারেন।
জানা গেছে, প্রতিনিধি দলের সঙ্গে ইসির আলোচনার ভিত্তিতেই নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। প্রার্থী চূড়ান্ত করার বিষয়েও এরপরেই সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া।
গত ২৫ মার্চ শত নাগরিক কমিটির ব্যানারে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ দলটির নেতৃত্ব দেন। মনোনয়নপত্র দাখিলের দিন বাড়ানোর প্রস্তাবসহ ছয়টি দাবি তারা সিইসির কাছে তুলে ধরেন। কিন্তু সিইসি তাদের দাবিকে খুব একটা গুরুত্ব দেননি বলে প্রকাশ।
পরে সিইসি বলেন, “যথেষ্ট সময় দেয়া হয়েছে। আর সময় বাড়ানোর সুযোগ নেই।”
তবে এবারও সিইসি বিএনপির এ প্রতিনিধিদলের কথাকে গুরুত্ব না দিলে সিটি নির্বাচন থেকে বিএনপি সরে আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারনা করছেন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/একে
নিউজবাংলাদেশ.কম








